গণদাবি সত্ত্বেও টেস্ট ল্যাব হচ্ছে না করোনার ডেঞ্জার জোন নারায়ণগঞ্জে

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৬ ২০২০, ০৮:০৮

করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।এ ভাইরাসের প্রকোপ ঠেকাতে প্রয়োজন দ্রুত নমুনা টেস্টের। আন্তর্জাতিক বিভিন্ন স্বাস্থ্য সংস্থা থেকেও টেস্টের বিষয়কে ব্যাপক গুরুত্ব দেয়া হয়েছে। পরীক্ষার দ্বারা রোগী সনাক্ত করে সংক্রমণ রোধ করা সম্ভব।

আইইডিসিআর থেকে করোনার “ক্লাস্টার” ঘোষিত এলাকা নারায়ণগঞ্জে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার পাশাপাশি এখান থেকে বিভিন্ন জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রমান পাওয়া গেছে।

এরই মধ্যে সরকারিভাবে দেশে নতুন আরো ১১ টি করোনা টেস্ট ল্যাব চালু করা হচ্ছে। এতো কিছুর পরও নতুন টেস্ট ল্যাব চালু করার তালিকায় নাম নেই ডেঞ্জার জোন নারায়ণগঞ্জের।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, বর্তমানে দেশের মোট সতেরোটি ল্যাবে পিসিআর পদ্ধতিতে করোনা ভাইরাস সনাক্তকরণের কাজ চলছে। আগামী সপ্তাহ দশদিনের মধ্যে আরো ১১টি নতুন ল্যাবে পিসিআর পদ্ধতিতে করোনা টেস্ট শুরু হবে। অর্থাৎ অল্প কয়েক দিনের মধ্যেই করোনা টেস্ট ল্যাবের সংখ্যা ২৮ এ দাড়াবে। অতিরিক্ত মহাপরিচালক আরো জানান, ১১ টির মধ্যে ঢাকায় পাঁচটি ও ঢাকার বাহিরে ছয়টি টেস্ট ল্যাব প্রস্তূত হচ্ছে।

ঢাকার বাইরের ল্যাবগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ,এম আঃ রহিম মেডিকেল কলেজ (দিনাজপুর) ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ।
আর ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ,মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এছাড়াও কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও টেস্ট ল্যাবের কাজ চলছে। এই এগারটি প্রতিষ্ঠান আগামী সর্বোচ্চ দশ দিনের মধ্যেই পিসিআর পদ্ধতিতে করোনা ভাইরাস টেস্ট ল্যাবের কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ব্যার্থতার দায় কার? সরকারের উচ্চ পর্যায়ে প্রয়োজনীয়তা জানাতে পারেনি কে বা কারা?গত দু’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নিজেদের আলোচনার কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সিটি মেয়র সহ স্থানীয় সাংসদদের,বাদ পড়ছেন না জেলা প্রশাসকও।

কেউ কেউ বলছেন,যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকেও নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপন করতে পারেননি, তাদের কাছে এই কঠিন মুহূর্তে কি আর আশা করতে পারে নারায়ণগঞ্জবাসী।
মহামারী করোনা ভাইরাস দেশে গত চব্বিশ ঘণ্টায় আরো ২০৯ জন সনাক্ত হয়েছে। এটি দেশের সর্বোচ্চ সনাক্তের রেকর্ড। নতুন সনাক্তসহ দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১২ জনে।আক্রান্তদের মধ্যে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছে আরো ৭ জন। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।