গণতান্ত্রিক উপায়ে আফগানিস্তানে তারা ক্ষমতায় আসবে বাংলাদেশ তাদের স্বাগত জানাবে
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৬ ২০২১, ১৯:২৯

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘’বাংলাদেশ সবসময়েই জনতার পক্ষে। সেদেশের (আফগানিস্তানের) ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই দেশের জনতা। ওই দেশের জনতা ওটা নির্ধারণ করলে এবং তারা যদি আমাদের থেকে সাহায্য সহযোগিতা চায়, নিশ্চয়ই আমরা সহায়তা করবো।
তালেবান যদি সরকার গঠন করে, তাহলেও বাংলাদেশ সহায়তা করবে কিনা জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘’ওই দেশের মানুষের জনগণের ইচ্ছায় যারা আসবে, গণতান্ত্রিক উপায়ে, আমরা তাদের সবসময়েই গ্রহণ করি।‘’
বাংলাদেশর পররাষ্ট্রনীতিই হলো, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’।
পররাষ্ট্রমন্ত্রীর আফগানবিষয়ক মন্তব্য প্রমাণ করছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে আরও পরিণত মন্তব্য বোদ্ধামহলের।