গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে বিএনপি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৭ ২০২০, ১৩:২৪

গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে বিএনপি। এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন তিনি।

ফখরুল আরো বলেন, “গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ আজকে জোড় করে ক্ষমতায় দখল করে বসে আছে। সেই জন্যই আজকে আমাদের এখানে আমরা শপথ নিয়েছি যে, আমরা গণতন্ত্রকে উদ্ধার করবো। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী দেশনত্রেী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং এই গণতন্ত্রের সংগ্রামকে অবশ্যই জয়ী করবো ইনশা-আল্লাহ।”