গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন শক্তিশালী তৃণমূল বিএনপি: কলিম উদ্দিন মিলন
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৫ ২০২২, ০০:২৫
তানজিল হোসেন, গোয়াইনঘাট: বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, জাতির ঘাড়ে আওয়ামী ফ্যাসিবাদ জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। এ থেকে গণতন্ত্রকামী জনতাকে মুক্ত করতে প্রয়োজন তৃণমূল শক্তিশালী বিএনপি। ফ্যাসিস্ট সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন দেশে একতরফা পাতানো নির্বাচনের সুযোগ আর পাবেনা। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তৃনমূল বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যতদিন শক্তিশালী তৃণমূল বিএনপি থাকবে ততোদিন জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই সফল হবেনা।
তিনি আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাহবুব আলম সভাপতি ও মাহবুব আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ভোটের মাধ্যমে জসিম উদ্দিন সাধারণ সম্পাদক, আব্দুল মতিন সিনিয়র সহ-সভাপতি ও জয়নাল আবেদিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
বিএনপি নেতা আব্দুল করিম শিকদারের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী, বিএনপি নেতা কামরুল হাসান শাহীন।
কাউন্সিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আইন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন,সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ফ.ম কামাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু তাহের, জেলার সাবেক সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, বিএনপি নেতা মাহবুব আলম ও শিপু আহমদ প্রমুখ।