গণতন্ত্রের জন্য ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান ফখরুলের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১২ ২০১৯, ১৭:৪১

ফাইল ফটো

গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদের নামাজ আদায় শেষে কালিবাড়ির নিজ বাস ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।