গণটিকার নামে শুরু হয়েছে গণপ্রতারণা: মির্জা ফখরুল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৮ ২০২১, ১২:৫৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে আরেকবার গণপ্রতারণা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ রোববার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ফখরুল।

এ সময় বিএনপির মহাসচিব আরও বলেন, ‘সরকারের প্রতিটি পদক্ষেপে প্রমাণিত হয়েছে, টিকাদানের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো রোডম্যাপ সরকার জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এই গণটিকা প্রদানের কর্মসূচি সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত করার উদ্দেশ্যে দলীয় কর্মীদের সম্পৃক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে