গঙ্গাচড়ায় করোনা আক্রান্ত ২০জন
একুশে জার্নাল
জুন ১১ ২০২০, ২১:৩৭
মোঃ আফ্ফান হোসাইন আজমীর, গঙ্গাচড়া প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় করোনা (কোভিড-১৯) শনাক্ত ব্যক্তির সংখ্যা বুধবার (১১/০৬/২০২০) পর্যন্ত ২০ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত হোম আইলোসেশন থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৮ জন। হোম আইলোসেশনে রয়েছে বাকি ১২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোম আইলোসেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্য সহকারী সেন্দেকার আলী (৪০), স্বাস্থ্য পরিদর্শক হারুন অর রশিদ (৫০), সিভিল সার্জন অফিসের রমজান আলী (৩৫), গৃহিনী বুলবুলি বেগম (৫৮), সোনালী ব্যাংক কর্মকর্তা মাহফুজার রহমান (৩১), এনামুল হক (৪০), চা বিক্রেতা সাজু মিয়া (৪৮), ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫), পুলিশ সদস্য নুরন্নবী (৩৮), চাকুরীজীবি জান্নাতি বেগম (৩০), গার্মেন্টস কর্মী জাকির হোসেন (৩০), বেসরকারি চাকুরীজীবি সুজন চন্দ্র (২৫)। যারা ছাড়পত্র পেয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশলের টেকনিশিয়ান সাজ্জাদ হোসেন (৩১), ব্যবসায়ী রবিউল ইসলাম (৫৫), আসাদুজ্জামান (৪৯), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক শহিদুল ইসলাম (৫৪), অফিস সহায়ক দুলু মিয়া (৩৬), বেসরকারি চাকুরীজীবি নাইমুর রহমান কাজল (৩২), গার্মেন্টস কর্মী হুমায়ুন কবীর (৫০) ও আউট সোর্সিং রিপন মহন্ত (২৯)।
উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম জানান, আইসোলেশনে থাকা ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।