গংগাচড়ায় করোনায় আক্রান্ত ১৫; সুস্থ ৮ জন
একুশে জার্নাল ডটকম
জুন ০৯ ২০২০, ১৮:১৮
![](https://ekushejournal.com/wp-content/uploads/2020/06/received_265314204556657-678x405.jpeg)
মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় গতকাল রোববার পাওয়া তথ্য অনুযায়ী আরো ৪ জন ব্যাক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে।
তারা হলেন, মাহফুজার রহমান (৩১), সাজু মিয়া (৫০), নুরুন্নবী (৩৮) ও মিজানুর (৪৫)। এদের মধ্যে মিজানুর গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তার বাড়ি সিটিকর্পোরেশন এলাকায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
নুরন্নবী গঙ্গাচড়া মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। মাহফুজার ও সাজু মিয়ার বাড়ী গঙ্গাচড়া বাজার সংলগ্ন মধ্যে পাড়া গ্রামে। গত ৬ই জুন এদের নমুনা নেয়া হয়। এ ৪ জন মিলে এ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমিত ব্যাক্তির সংখ্যা ১৫ জন তার মধ্যে সুস্থ্য হয়েছেন ৮ জন। বর্তমানে সংক্রমিত ৭ জনের মধ্যে ২ জন হাসপাতালের আইসোলেশনে ও ৫ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়।