‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন; পশ্চিমাদের জেলেনস্কি
একুশে জার্নাল ডটকম
মে ২৮ ২০২২, ১২:৩৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ঘিরে পশ্চিমাদের খেলা বন্ধ করা এবং আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ‘কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ’ বন্ধের আহ্বান জানিয়েছেন।
ইউক্রেন স্বাধীনই থাকবে দাবি করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কোন মূল্যে এ স্বাধীনতা রক্ষা হবে সেটিই এখন প্রশ্ন। খবর নিউইয়র্ক পোস্টের।
সম্প্রতি পশ্চিমাদের সমালোচনা বাড়িয়েছেন জেলেনস্কি। রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপে ধীরে এগোচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সময়ে হাজার হাজার রুশ সেনা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই শহর সিভিয়েরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক ঘিরে ফেলার চেষ্টা করছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের তিন মাস হতে চলেছে। এর মধ্যে কিয়েভ দখলের চেষ্টা থেকে সরে এসেছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকার অবস্থান সুসংহত করতে চাইছে তারা। ২০১৪ সাল থেকে ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে আসছে মস্কো।