খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০১ ২০১৯, ১১:৪৩

আজ শুক্রবার বিকাল ৩ টায় জেলা কার্যালয়ে হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ নূরী চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সেক্রেটারি এড.ছারওয়ার রহমান চৌধুরীর পরিচালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে সংগঠনের নিয়মিত কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। বিশেষ করে অাসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয় এবং কেন্দ্রের অনুমোদন সাপেক্ষে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ১৪ ফেব্রুয়ারি জেলার শাখার বার্ষিক শুরা অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব, মাওলানা সাদিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক এহতেশামুল হক শামীম, নির্বাহী সদস্য সাঈদ আহমদ, মাওলানা বদরুল আলম, আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের জেলা সভাপতি শিব্বির আহমদ আবির সহ প্রমূখ।