খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৯ ২০২২, ২১:০৮

একুশে জার্নাল: গত ২৭ জানুয়ারী ২০২২, খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে ৩নং ওয়ার্ডে বিকাল ৩ঘটিকায় পৌর শাখার সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আলী খানের পরিচালনায় শীত বস্ত্র বিতরণের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি জনাব সাখাওয়াত হোসাইন মোহন। বিশেষ অথিতি ছিলেন, খেলাফত মজলিস লন্ডন সিটি শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ।

এছাড়া আর বক্তব্য রাখেন, পৌর শাখার সহ সভাপতি সৈয়দ রেজাউল হক, সাবেক কমিশনার ও স্থানীয় মুরুব্বি মুহাম্মদ সম্রাজ মিয়া। আরো উপস্থিত ছিলেন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবিদ আলী, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলাম (সেবুল মিয়া), সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, ছাত্র মজলিস জেলা সভাপতি শাহ কামাল সাজু প্রমুখ।

সভা শেষে সুনামগঞ্জ পৌরের ৩নং ওয়ার্ডে হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন, খেলাফত মজলিসে উপস্তিত নেতৃবৃন্দ। এছাড়া আর শীত বস্ত্র বিতরণের উদ্যোগ আছে বলে নেতৃবৃন্দের পক্ষ থেকে জানা যায়।