খেলাফত মজলিস সিলেট মহানগরীর মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
নভেম্বর ১৪ ২০১৮, ০০:১২
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিস সিলেট মহানগরীর মাসিক নির্বাহী সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৮ডিসেম্বর’১৮,শনিবার,বিকেল ৪.৩০টায় নগর মজলিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার,মাওলানা রওনক আহমদ,সহ সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান,আহমদ সাইফুর রহমান,নগর সাংগঠনিক ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী,প্রশিক্ষণ সম্পাদক ডা.ফয়জুল হক,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ চৌধুরী ওয়েছ,অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন,মহানগর নির্বাহী সদস্য ও দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা আজমত উল্লাহ ক্বাসেমী,কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম,শাহপরাণ পূর্ব থানা সভাপতি তৌফিকুল ইসলাম ছাবির প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি