খেলাফত মজলিস সিলেট জোনের ত্রৈমাসিক দায়িত্বশীল সভা অনুষ্টিত
একুশে জার্নাল
এপ্রিল ১৯ ২০১৯, ২২:১৩

একুশে জার্নাল ডেস্ক;
আজ শুক্রবার ১৯ শে এপ্রিল বিকাল ২টা৩০ মিনিটের সময় খেলাফত মজলিসের সুরমা মার্কেটস্হ কার্যালয়ে সিলেট জোনের বিভাগীয় দায়িত্বশীল সভা অনুষ্টিত হয়।সিলেট বিভাগীয় জোনাল ইনসার্য,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব ডাঃ আবু হাসিনের সভাপতিত্বে ও সহকারী ইনচার্জ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব প্রভাষক মুহাম্মদ আবদুল করিমের পরিচালনায় অনুষ্টিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ন মহাসচিব জনাব এড,জাহাঙ্গীর হুসাইন।অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সিলেট জেলাসভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মাওঃ মোশাহিদ আলী, মহানগর সভাপতি জনাব অধ্যাপক বজলুর রহমান,সহসভাপতি অধ্যক্ষ আবদুল হান্নান,জেলাসেক্রেটারী মাওঃ নেহাল আহমদ,মৌলভী বাজার জেলা সহসভাপতি সৈয়দ মুজাদ্দিদ আলী,সেক্রেটারী মাওঃ আবদুল খালিক,হবিগন্জ জেলা সভাপতি জনাব মাওঃ হুসাইন আহমদ নূরী,সেক্রেটারী এডঃ ছারোয়ার রহমান চৌঃ,সুনামগন্জ জেলাসেক্রেটারী মাওঃ খলিল আহমদ সহ বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ।