খেলাফত মজলিস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক মজলিসে শূরা অধিবেশন সম্পন্ন।

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২২ ২০২৫, ০৫:৩২

সভাপতি : মাওলানা নেহাল আহমদ
সেক্রেটারি : মাওলানা দিলওয়ার হোসাইন

আজ ২১ শে ফেব্রয়ারী সিলেট নগরীর খাঁন অডিটোরিয়ামে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে জেলার সদ্য বিদায়ী সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে দ্বি- বার্ষিক মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পদে মজলিসে শূরা সদস্যদের সর্বাধিক ভোটে নির্বাচিত হোন মাওলানা নেহাল আহমদ।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোন মাওলানা দিলওয়ার হোসাইন।
শূরায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের যুগ্ম- মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম- মহাসচিব ডা: আখলাক আহমেদ, সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান।
সংগঠনের শূরা সদস্যদের পরামর্শক্রমে নিম্নোক্ত দায়িত্বশীলগণ মনোনিত হোন।
সহ সভাপতি : ০১.ডাক্তার শাহিদ আহমদ ( স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ) ০২.মাওলানা মুখলিসুর রহমান ( রাজনৈতিক বিভাগ) ০৩.এডভোকেট মোঃ ফজর আলী ( আইন, বিচার ও শালিশ) ০৪.মাওলানা সৈয়দ আলী আসগর ( স্থানীয় সরকার ও নির্বাচন) ০৫.মোঃ শামসুল ইসলাম ( বায়তুল মাল বিভাগ) ০৬.মাওলানা আব্দুস সালাম ( ওলামা বিভাগ)।
সহ- সাধারণ সম্পাদক ০১..মাওলানা ওলিউর রহমান, ০২.মাওলানা আশিকুর রহমান
০৩.ইঞ্জিনিয়ার শাহাদাত হোসাইন

সাংগঠনিক সম্পাদক
০১. কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ০২,হাফিজ মাওলানা শিব্বির আহমদ ০৩.হাফিজ সাইদুর রহমান চৌধুরী।
০৪. মুহাম্মদ নুরুল হক।

বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,
সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জি,

প্রশিক্ষণ সম্পাদক মোঃ আলী নূর,সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ,
ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ নজীব আল আইয়ূবী,
সমাজকল্যান সম্পাদক মাওলানা সালেহ আহমদ,
শিল্প বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন খান,
প্রকাশনা ও তথ্য সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন,
দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাদী,
যুব বিষয়ক সম্পাদক আহমদ মাহফুজ আদনান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ূম,
কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান,
অফিস সম্পাদক সানওয়ার হোসেন,
প্রচার সম্পাদক হোসাইন আহমদ মিসবাহ,
মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী আসমা হোসাইন, তানজিনা আক্তার।
নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুছাব্বির,কে এম রফিকুজ্জামান,মাওলানা আব্দুল ওয়াদুদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, যুক্তরাজ্য নর্থ- সেক্রেটারি মাওলানা আ ফ ম শুয়াইব, জেদ্দা মহানগরী সভাপতি আব্দুল মুকিত রুপাপুরী প্রমুখ।