খেলাফত মজলিস লুটন শাখার তারবিয়্যাতী সভা অনুষ্ঠিত।
একুশে জার্নাল
এপ্রিল ০৯ ২০১৮, ১২:১০
খেলাফত মজলিস লুটন শাখার তারবিয়্যাতী সভা অনুষ্ঠিত।
গতকাল ০৮/০৪/২০১৮ রোজ রবিবার রাত ৮:০০ টায় খেলাফত মজলিস লুটন শাখার তারবিয়্যাতি মজলিস স্থানীয় হকওয়েলরিংস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মুফতি মাসরুর অাহমদ বুরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উবায়দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়্যাতি মজলিসের শুরুতে কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন শাখার সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী অাহমদ হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রাহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মুফতি হাসান নূরী চৌধুরী। সভায় দারসে ক্বোরঅান পাঠ করেন শাখা সভাপতি মুফতি মাসরুর অাহমদ বুরহান। বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জ্ঞানার্জন ও চরিত্র গঠন করতে হবে। তা নাহলে সমাজ বিপ্লব সম্ভব হবেনা। কোরআন-হাদীসে বর্ণিত মু’মিনের গুণাবলী চর্চার মাধ্যমে আত্মশোধন করে প্রত্যেক কর্মীকে আদর্শ কর্মী হতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহসভাপতি মাওলানা জি এম ফরহাদ, সংঘটনের লন্ডন মহানগরের সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কাশেম, লুটন শাখার সহসভাপতি জনাব বিলাল আহমদ, মুহাম্মদ উবায়দুল্লাহ, আহমদ হুসাইন, মাওলানা নুমান আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।