খেলাফত মজলিস লুটন শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
মার্চ ১৪ ২০২৫, ১১:৪৩

গত বুধবার (১২ মার্চ) খেলাফত মজলিস লুটন শাখার আয়োজনে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফিতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
স্থানীয় আনন্দ মহল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লুটন খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়বে আমীর ও ইউরোপ আমেরিকা জোনের প্রধান পরিচালক প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ।
প্রধান অতিথি’র বক্তব্যে প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন- ” দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের হাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন।
৫ আগষ্ট বিপ্লবের পর আল্লাহর প্রশংসা ভুলে নিজেদের ক্রেডিট প্রকাশ করার প্রতিযোগিতায় লাগার কারনে আজ বিপ্লবীদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এটা আল্লাহর গজব হিসেবে আমাদের উপর এই বিচ্ছিন্নতা তৈরি হয়েছে৷ তবে হতাশ হওয়ার কিছু নেই, আমাদের চোখ খুলে যায় এজন্য আল্লাহ আমাদের সামনে এটা এনেছেন।”
তিনি আরও বলেন “দ্বীনকে প্রতিষ্ঠা করার টার্গেট নিয়ে আমাদের পজিশন থেকে কাজ করে যেতে হবে”।
লুটন শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য দক্ষিণের সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
তাছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে অলোচনা পেশ করে খেলাফত মজলিস যুক্তরাজ্য দক্ষিণের সহ-সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুল কারীম, মাওলানা আতাউর রহমান জাকির,
খেলাফত মজলিস যুক্তরাজ্য দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার,
খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন লুটন খেলাফত মজলিসের সহ-সভাপতি এহতেশামুল হক শামীম, লুটন শাখার সহ-সেক্রেটারী মাওলানা নোমান আহমদ, লুটন শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা কে আই ফেরদৌস, লুটন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন লুটন শাখার সহ-সভাপতি বিলাল আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম, বায়তুল সম্পাদক জাহেদ আহমদ, সহকারী বায়তুল সম্পাদক কারী আহমদ হুসাইন।
পরিশেষে মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র কল্যাণে মোনাজাত পরিচালনা করেন।