খেলাফত মজলিস লুটন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ৩১ ২০১৮, ০৩:০৪

একুশে জার্নাল লুটন: গতকাল ৩০মে বোধবার খেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে রামাদ্বনের তাৎপর্য শীর্ষক অালেচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শাখা সভাপতি মুফতি মাসরুর আহমেদ বুরহানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা উবায়দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র ক্বোরঅানুল কারীম থেকে তিলাওয়াত করেন ক্বারী অাহমদ হুসাইন। রামাদ্বানের তাৎপর্য ও করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ বলেন তাক্বওয়া অর্জনের এই বরকতময় মাসে ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক জীবনে আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়নের লক্ষে বেশী বেশী কাজ করে যেতে হবে।

বক্তাগন আরো বলেন, শুধু রামাদ্বান মাসেই নয়, মুসলিম হিসেবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই, প্রতিটি সময়ই যেনো আমরা তাক্বওয়াকে প্রাধান্য দিয়ে জীবনকে পরিচালিত করতে পারি এবং সেই লক্ষ্যে চেষ্টা করে যেতে হবে।

লুটন শহরের ৯৮ হকওয়েলরিং এ অনুষ্টিত গতকালের অালোচনা সভা ও ইফতার মাহফিলে রামাদ্বানের গুরুত্ব ও করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন মাওলানা নোমান আহমেদ, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা খালেদ আহমেদ, হাফেজ মাওলানা কে আই ফেরদৌস, মাওলানা সালেহ আহমেদ,মিফতাহ রাহমান,হাফিজ গোলাম আলম, ফারহান আহমেদ প্রমুখ।

পরিশেষে সারা বিশ্বের মজলুম মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।