খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার মতবিনিময়ে কাশ্মীর ইস্যুতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ কার্যকর ভূমিকা পালনের আহ্বান

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১২ ২০১৯, ০১:২৩

১০ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার মতবিনিময় সভা শাখার সভাপতি মুফতি লুৎফুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ মাওলানা শিহাব উদ্দীন সাক্বিব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিশিষ্ট মুহাদ্দীস শায়খ মাওলানা ফয়সল আহমদ জালালী,শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খাঁন শাহিন,মাওঃ আব্দুল হাই,বায়তুলমাল সম্পাদক মাওঃ বশির উদ্দিন,মাওঃ আশরাফ উদ্দীন খাঁন,বিসিষ্ট ব্যবসায়ী লিটন আহমদ সহ প্রমুখ।

মতবিনিময় বক্তারা সংগঠেনের কাজকে পূ্র্ণ আমেরিকায় জোরদার করার বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী বলেন,অবিলম্বে কাশ্মীরের জনগণের উপর জুলুম ও নির্যাতন বন্ধ করতে হবে। কাশ্মীরের জনগণের সাংবিধানিক মর্যাদা খর্ব করার অধিকার ভারত সরকারের নেই।তিনি কাশ্মীর ইস্যুতে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা পালন আহবান জানান।