খেলাফত মজলিস যুক্তরাজ্যের ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
আগস্ট ০৩ ২০২০, ২৩:২৫
লন্ডন প্রতিনিধি: ভার্চুয়ালের মাধ্যমে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দীন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, বিশিষ্ট কমিউনিটি নেতা কাউন্সিলার সদরুজ্জামান খাঁন।
এতে আরো বক্তব্য রাখেন, ইউকের সহসভাপতি মুফতী তাজুল ইসলাম, সহসভপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, সহসভাপতি মাওলানা মুহাম্মদ শওকত আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করীম, সহ সধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম উবায়েদ, সহ সাধারণ সম্পাদক আ ফ ম শুয়াইব, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, দাওয়া সম্পাদক মাওলানা আতাউর রাহমান জাকীর, প্রচার সম্পাদক সৈয়দ মারুফ আহমদ, তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক হাফিজ শেখ মুস্তাক আহমাদ, সদস্য প্রফেসার আহযাবুল হক, লন্ডন সিটির সভাপতি মাওলানা হাফিজ এনামুল হক, সহ সভাপতি মুফতী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রাহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ, প্রশিক্ষন সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল খালিক সাহেদ, নির্বাহী সদস্য মাওলানা নাজমুল হক, জেদ্দা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুকিত রুপাপুরী, ইতালী শাখার সভাপতি মনিরুজ্জামান জিম্মাদার, নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুর রাহিম, মজলিস নেতা মাওলানা আব্দুল মতিন, বার্মিংহাম শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ আহমদ হোসাইন, গলস্টার শাখার সভাপতি মাওলানা হাবিবুর রাহমান, ক্যামব্রিজ শাখার সভাপতি মাওলানা নুমান উদ্দীন, লুটন শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহান, সাধারণ সম্পাদক মুহাম্মদ উবাইদুল্লাহ, সাউথএন্ড শাখার সভাপতি মাওলানা আশরাফুল মাওলা, কেন্ট শাখার সভাপতি মাওলানা শাহজাহান, হেকনী শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, নিউহ্যাম শাখার সভাপতি মুহাম্মদ বুলবুল আহমদ, টাওয়ার হ্যামলেটস শাখার কর্মী হাফিজ আব্দু হাফিজ প্রমুখ।