খেলাফত মজলিস যুক্তরাজ্যের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৮ ২০১৯, ২২:০৭

নিজেদের ত্যাগ ও ক্বোরবানীর সর্বোচ্চ নজরানা পেশ করতে হবে -মাওলানা সাদিকুর রহমান 

ত্যাগের এই মাসে ইসলামী আন্দোলনের কর্মীদের আরো সচেতন হতে হবে, সাংগঠনিক কাজের বিস্তৃতির লক্ষে নিজেদের সর্বোচ্চ নাজরানা পেশ করতে হবে।

গতকাল শনিবার খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নিয়মিত দ্বীমাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে সংগঠনের যুক্তরাজ্য সভাপতি মাওলানা সাদিকুর রহমান একথাগুলো বলেন।

শাখা সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় শুরুতে দারসে ক্বোরআন পেশ করেন যুক্তরাজ্য যুগ্ম সম্পাদক ও বার্মিংহাম সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবির।

বার্মিংহামের আস্টনস্ত দারুসসুন্নাহ একাডেমির হলরুমে আয়োজিত বৈঠকে শাখা সমুহের বিগত মাসের রিপোর্ট পেশ ও পর্যালোচন করা হয়।

বৈঠকে উপস্তিত ছিলেন সহ সভাপতিদের মধ্যে মুফতি তাজুল ইসলাম, ক্বারী আব্দুল মুকিত আজাদ, মাওলানা শওকত আলী, হাফেজ মাওলানা আব্দুল কাদির।

অন্যান্যদের উপস্তিত ছিলেন সংগঠনের সহ সেক্রেটারী আ ফ ম শুয়াইব, আব্দুল করিম উবায়েদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির,সমাজকল্যাণ সম্পাদক মারুফ আহমদ,

সদস্যদের মধ্যে উপস্তিত ছিলেন হাফেজ সাদিকুর রহমান, মাওলানা আনিছুর রহমান, অধ্যাপক আহজাবুল হক, সৈয়দ কবির আহমদ,ইন্জিনিয়ার শাহিদুর রহমান। প্রমুখ।

বৈঠকের শেষপর্যায়ে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য হাজী সৈয়দ আতাউর রহমান, বরিশালের এটিএম মুজাহিদুল ইসলাম, সহ অন্যদের জন্য বিষেশ দোয়া অনুষ্ঠিত হয়।