খেলাফত মজলিস যুক্তরাজ্য সদস্যদের ভার্চুয়াল তরবিয়তী বৈঠক অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুন ০৪ ২০২৪, ০২:১৮
গতকাল বাংলাদেশ সময় রাত ৯ টায় যুক্তরাজ্যে অবস্থানরত খেলাফত মজলিসের সদস্যদের নিয়ে এক ভার্চুয়াল তরবিয়তী বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল তরবিয়তী বৈঠকে প্রধান অতিথি হিসেবে দারসুল কুরআন পেশ করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।
বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন এবং আরো উপস্থিত ছিলেন মুহতারাম মহাসচিব ড: আহমদ আব্দুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাদির সালেহ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মোঃ আব্দুল জলিল, আলহাজ্ব সদরুজ্জামান খান।