খেলাফত মজলিস মানিকপুর ইউ/পি জকিগন্জ এর মাসিক নির্বাহী বৈঠক সম্পন্ন।
একুশে জার্নাল
আগস্ট ২৭ ২০১৮, ১৮:০৭
আজ বাদ মাগরিব শাখা সহ সভাপতি মাওঃ মকবুলে মাওলার সভাপতিত্বে হাফিজ আসলাম উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল হামিদ জালাল , শাখা সাংগঠনিক সম্পাদক মাওঃ বুরহান উদ্দিন ,বায়তুলমাল সম্পাদক হাফিজ এনামুল হক ,ছাত্র মজলিস সেক্রেটারী সাইফুর রহমান , সুহেল আহমদ প্রমুখ ৷ সভায় ওয়ার্ড শাখায় দাওয়াতি কার্য্যক্রম জুরদারে দাওয়াতি পক্ষ পালনের সিদ্ধান্ত সহ ব্যাপক কর্মসুচি গৃহিত হয় ৷