খেলাফত মজলিস বার্মিংহাম শাখার ইফতার মাহফিল অনুষ্টিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৮ ২০১৮, ১৬:২৫

তাক্বওয়া ভিত্তিক সমাজ নির্মাণই হচ্ছে রমজানের শিক্ষা
মুফতি তাজুল ইসলাম।

একুশে জার্নাল ডেস্ক: সমাজ কে পরিবর্তন করতে হলে নিজেকে পরিশুদ্ধ হতে হবে, সবর ও তাক্বওয়া অর্জন করে এই সমাজের পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।
গতকাল রবিবার মসজিদে বিলাল এন্ড ইসলামিক সেন্টারে খেলাফত মজলিস বার্মিংহামের হেন্ডসওয়ারর্থ(Handsworth) শাঁখার ইফতার মাহফিলে যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।

শাখা সভাপতি হাফেজ মন্জুর আহমদের সভাপতিত্ব্ ও সেক্রেটারী হাজী হান্নান উল্লাহর পরিচালনায় বিশেষ অতিঁথির বক্তব্য রাখেন বার্মিংহামের সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগটনের বার্মিংহামের উপদেষ্টা আলহাজ ইনামুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটির সেক্রেটারী জেনারেল ও সংগটনের সহ সভাপতি আলহাজ খছরু খান, মিডলেন্ড সহ সভাপতি মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, আ ফ ম শুয়াইব, হাফেজ আহমদ হুসাইন মাওলানা ফয়েজ আহমদ, ক্বারী আব্দুল মুনির, মাওলানা বাহার উদ্দীন, হাফেজ মাওলানা আজিজুর রহমান,

উপস্তিত ছিলেন মুহাম্মদ আইয়ুব মিয়া, হাজী মুহসিন আহমদ,মুহাম্মদ আব্দুল জলিল, মুহাম্মদ মুশতাক আহমদ, ইসলাম উদ্দীন, আব্দুল হালিম মুর্শেদ,মুহাম্মদ রহিম উদ্দীন। প্রমুখ।