খেলাফত মজলিস নেতা মাওলানা বদিউজ্জামানের জানাযা সম্পন্ন
একুশে জার্নাল
আগস্ট ০৯ ২০১৮, ১৫:৪৬
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামানের জানাযা আজ বেলা ২ টা ৩০ মিনিটে সুনামগঞ্জ কাতিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ মঈনুল বিন জামান।
জানাজায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, কাতিয়া মাদরাসার মুহতামিম মাওলানা এমদাদুল্লাহ শায়খে কাতিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজীজ, সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সুনামগঞ্জ জেলা সাবেক সভাপতি মাওলানা নূর উদ্দীন, জেলা সভাপতি মাওলানা মুসা মোল্লা, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সোহাইল আহমদ, সিলেট বিভাগীয় তত্বাবধায়ক সৈয়দ ফেদাউল হক, সিলেট মহানগর সেক্রেটারি রশিদ মোস্তাক, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি জাহাঙ্গীর বিন হারুন, জামেয়া মাদানিয়া সেক্রেটারি মুহাম্মদ ইকরামুল হক জুনেদ, মাসুম বিল্লাহ, তারেক আহমদ এবং বিভিন্ন পর্যায়ের আলেম উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার শোকাহত জনতা অংশগ্রহণ করেন।
জানাযা শেষে মরহুমকে তাঁর বাড়ীর পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ, মাওলানা বদিউজ্জামান গতকাল বুধবার দিবাগত রাত ৮ টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অন্তর্গত কাতিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিন ছেলে দুই মেয়ে ও স্ত্রী রেখে যান।