খেলাফত মজলিস নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৮ ২০২২, ১৬:৫৫

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার ২৮(অক্টোবর) সকাল ৮টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ শীর্ষক এ সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, কাশীপুর মাদ্রাসার শায়খুল হাদীস মুফতী আব্দুস সবুর কাসেমী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস মাওলানা শেখ সালাহউদ্দিন।

অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী, হাজ্বী সাইজু্দ্দীন মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী ফয়জুল্লাহ, জেলা সহ-সভাপতি ও মজিববাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা গোলাম রব্বানী, জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি, নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ভুঁইয়া, জেলা উলামা বিষয়ক সম্পাদক ও কাশীপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতী আব্দুল কাইয়ুম সিদ্দিকী প্রমুখ।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা পূর্ব জোনের সহকারী পরিচালক ও মহানগর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সহ-সভাপতি ও কুমুদিনী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা এনায়েতুল্লাহ, আলমগীর হোসাইন, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, আব্বাস উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সেক্রেটারি শেখ নাঈম ইসলাম প্রমুখ।