খেলাফত মজলিস ক্যামব্রিজ শাখার সীরাতুন্নবী (স:) মাহফিল’১৮ অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২৯ ২০১৮, ২০:৪৮

পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠার নামই খেলাফত ব্যবস্থা! —  অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান। 

ন্ডন প্রতিনিধি: গত ২৮ নভেম্বর ২০১৮ইং খেলাফত মজলিস ক্যামব্রিজ শাখার উদ্যোগে সিরাতুন্নাবী (সাঃ) মাহফিল রোজ বুধবার বাদযোহর স্থানীয় ভাকন ষ্ট্রীট কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মাওলানা নোমান উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর বিশিষ্ট অর্থনীতিবীদ অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, মাওলানা সাদিকুর রহমান সভাপতি যুক্তরাজ্য শাখা, মাওলানা শাহ মিজানুল হক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য শাখা, মাওলানা তায়ীদুল ইসলাম বায়তুলমাল সম্পাদক ইউকে শাখা।
আরো বক্তব্য রাখেন, মাওলানা আতাউর রহমান জাকির দাওয়া সম্পাদক ইউকে শাখা, খেলাফত মজলিস কেম্যামব্রিজ শাখার কর্মী মুহাম্মদ হাছান মিয়া।

প্রধান অতিথির আলোচনায় জনাব অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান বলেন, বিশ্বমানবতার মুক্তির দুত বিশ্বনবী (সাঃ) মানুষের উপর মানুষের প্রভূত্বকে খতম করে সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন। ইনসাফের ভিত্তিতে মানুষের অধিকার নিশচিত করেছিলেন, আর সেই পরিপূর্ণ ইনসাফের নাম হল খেলাফত ব্যবস্থা। মহানবীর আদর্শে গড়া সাহাবায়ে কেরামরা মাত্র ত্রিশ বৎসরে অর্ধেক পৃথিবীতে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। ইহা একমাত্র উত্তম চরিত্র ও তাক্বওয়ার ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, কোন তলোয়ারের জোরে নয়।

সিরাত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কেম্যাব্রিজ শাখার সহ সভাপতি জনাব আলহাজ্ব জমশেদ আহমেদ, নির্বাহী সদস্য আবুল কাশেম, শাখার কর্মী ইমদাদুল হক, আবুল লেইছ মুবিন, আব্দুল মুহিত প্রমুখ সহ বিপুল সংখ্যক সূধী নেতৃবৃন্দ।

সিরাত মাহফিলের শুরুতে সুন্দর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মুহাম্মদ আনাছ মিয়া। পরিশেষে মাহফিলে সমাপনী বক্তব্য পেশ করেন, শাখার সভাপতি মাওলানা নোমান উদ্দীন পরে দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত করে, উপস্থিত সবাই কে শাখার পক্ষ থেকে আপ্যায়ন করানো হয়।