খেলাফত মজলিস কেমব্রিজ শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
এপ্রিল ০২ ২০১৮, ১১:৫০
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ খেলাফত মজলিস এর মহাসচিব জননেতা ড আহমদ আব্দুল কাদের এর মমতাময়ী মাতার ইন্তেকালে সংগঠনের ইউকের কেমব্রিজ সিটি শাখা স্থানীয় মীল রোড মাসজিদ এ এক দোয়া মাহফিলের আয়োজন করে।
শাখা সভাপতি মাওলানা নোমান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার দাওয়া সম্পাদক মাওলানা আতাউর রাহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি জমশেদ আলি,সেক্রেটারী হারুন মিয়া, নির্বাহী সদস্য আবুল কাশেম, মিজানুর রাহমান প্রমুখ। সভায় কুরআন তিলাওয়াত ও মরহুমার রূহের মাগফিরাতের জন্য মোনাজাত করা হয়।