খেলাফত মজলিস কেমব্রিজ শাখার বার্ষিক মজলিসে শুরা অধিবেশন সম্পন্ন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৫ ২০২০, ২১:৪৩

খেলাফত ভিত্বিক রাষ্ট্র ও সমাজ গঠনে সবাইকে আরো ঐক্যবদ্ধ সক্রীয়  আন্দোলনের প্রস্তুতি নিতে হবে: মাওলানা সাদিকুর রহমান


মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা সৃষ্টির শ্রেষ্ট জীব নির্বাচন করে এ পৃথিবীতে পাঠিয়েছেন । যাতে তারা এক আল্লাহর ইবাদত এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্হায় আ’দল বা ইনসাফ প্রতিষ্ঠা করে । কিন্ত মানুষ তার মর্যাদা ও দায়ীত্ব সম্পর্কে সচেতন না থাকার কারণে হিংসা বিদ্বেষ, হানাহানি ও যুদ্ধ বিগ্রহে সর্বত বিরাজ করছে । এসব দিকভ্রান্ত মানবতাকে তার মর্যাদা ও দায়ীত্ব সম্পর্কে সচেতন করতে যুগে যুগে আল্লাহ তা’য়ালা

আসমানী কিতাব সহ নবী ও রাসূল পাঠিয়েছেন । এ ধারাবাহিকতার সর্বশেষ নবী ও রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স:) এবং সর্বশেষ আসমানী কিতাব হচ্ছে আল কোরআনুল করীম। জাহেলিয়াতের যুগে রাসুল (স:) যে সমাজ নির্মান করেছিলেন তা আজও বিশ্ববাসীর জন্য শান্তির একমাত্র রোল মডেল। আজকের সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে খেলাফত ভিত্বিক সমাজ ও রাষ্ট্র বিনির্মানের কোন বিকল্প নেই । খেলাফত মজলিস কেমব্রিজ শাখার বার্ষিক মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুক্তরাজ্য শাখার সম্মানীত সভাপতি মাওলানা সাদীকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন ।

গত ১২ই জানুয়ারী ২০২০ইং রোজ রবিবার বিকেল ১:৪৫ ঘটিকার সময় স্গানীয় অর্চারড পার্ক কমিউনিটি সেন্টারে শাখা সভাপতি (মাও) নো’মান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সেক্রেটারী মুহতারাম মাও: শাহ মিজানুল হক, বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার তথ্য ও গভেষনা সম্পাদক হাফিজ শেখ মোস্তাক আহমদ. লন্ডন মহানগরী শাখার নির্বাহী সদস্য মুহম্মদ ইসফা উদ্দীন কামরুল । শাখা সেক্রেটারী আলহাজ হারুন মিয়া তালুকদারের পরিচালনায় দুই পর্বের ১ম পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ শাহাব উদ্দীন ও অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা এবং শাখা পূণর্গঠন । যুক্তরাজ্য শাখার সভাপতি মাও: সাদীকুর রহমান প্রধান নির্বাচন কমিশনারের দয়ীত্বে ২য় অধিবেশনে শুরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২০/২১ শেসনের জন্য সভাপতি পূণ:নির্বাচিত হন(মাও) নো’মান উদ্দীন ও সেক্রেটারী পুণ:নির্বাচিত হন আলহাজ হারুন মিয়া তালুকদার । নির্বাচিত সভাপতি ও সেক্রেটারীকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মাওলানা সাদীকুর রহমান । নির্বাচিত সভাপতির সমাপনী বক্তব্য ও প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে শুরার অধিবেশন সমাপ্ত হয় ।