খেলাফত মজলিস কুয়েত ফাহীল শাখা গঠন
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৮ ২০১৯, ০৬:২০
একুশে জার্নাল ডেস্ক: গত,০৬/০৯/২০১৯ ইংরেজি রোজ শুক্রবার বাদ জুমা খেলাফত মজলিস কুয়েত ফাহীল শাখা গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রবাসী নেতা হাফেজ মাহবুবুর রহমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আকরাম হোসেন এবং পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করেন , মাওলানা মুহাম্মদ মুজাহিদ তালুকদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন ওযারাতুল আওকাফের খতীব, হযরত মাওলানা ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কুয়েত কেন্দ্রীয় কমিটির বায়তুলমাল সম্পাদক, জনাব শিহাব উদ্দিন ও হাফেজ শফি উল্লাহ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন’ ভারতের মোদী সরকার কাশ্মীরের ৩৭০ বাতিল করে মুসলমানদের উপর যে গণহত্যা,খুন, নারী ধর্ষণ চালাচ্ছে আজকে বাংলাদেশের সকল মুসলমান কাশ্মীরের আজাদীর আন্দোলনের সাথে আছে।। এবং সকল নির্যাতিত মুসলিমদের সাথে আছে। তাই খেলাফত মজলিসের আমরা সকল ভাই সংগঠনের কাজকে বেগমান করার জন্য সংঘবদ্ধ ভাবে কাজ করার চেষ্টা করতে হবে।।
সভায় উপস্থিত সকলের পরামর্শে অত্যন্ত সফল ভাবে সবার সহযোগিতায় ফাহীল শাখা গঠন করা হয়।
ফাহহীল শাখার দায়িত্বশীল বৃন্ধ :
সভাপতি, হাফেজ মাহবুবুর রহমান চৌধুরী।
সহ সভাপতি, হাফেজ আহসান উল্লাহ।
সাধারণ সম্পাদক, মাওলানা মোহাম্মদ মুজাহিদ।
সাংগঠনিক সম্পাদক, সৈয়দ মাহবুবুর রহমান।
প্রচার সম্পাদক, সৈয়দ ফরিদ আলী
সর্বশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।