খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
একুশে জার্নাল
নভেম্বর ০৯ ২০১৯, ০২:২৩
একুশে জার্নাল ডেস্ক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ১০ম অধিবেশনকে সফল করতে আজ ৮ নভেম্বর ২০১৯ ইং শুক্রবার বিকাল ৩.০০ ঘঠিকায় সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার দায়িত্বশীল বৈঠক শাখা সভাপতি মাওঃ হুসাইন আহমদের সভাপতিত্বে সেক্রেটারী মাওঃ শুয়াইব আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার সেক্রেটারি মাওঃ নেহাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সেক্রেটারী মাওঃ ওলিউর রহমান, অফিস সম্পাদক মাওঃ আশিকুর রহমান ।
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ সভাপতি মাওঃ জয়নাল আবেদীন, মাওঃ মুতাসিম বিল্লাহ মতচ্ছির, সহ সেক্রেটারী মাওঃ লুৎফুর রহমান, মাওঃ সাখাওয়াত হুসাইন, বায়তুলমাল সম্পাদক মাওঃ সালেহ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ ইকবাল হোসেন দরাজ , প্রচার সম্পাদক মাওঃ ওলিউর রহমান, নির্বাহী মাওঃ মিনহাজুদ্দীন মিলাদ, হাফিজ জূনেদ আহমদ, মাওঃ সাজিদুর রহমান, হাফিজ আব্দুল্লাহ , মাওঃ খলিলুর রহমান,মাওঃ লিয়াকত হুসাইন, জামিল আহমদ প্রমুখ ।