খেলাফত মজলিস ইউকে’র সেক্রেটারী শাহ মিজানুল হকের অর্থায়নে রামাদান গিফট বিতরণ
একুশে জার্নাল
মে ১৫ ২০২০, ০১:৩৫

একুশে জার্নাল ডেস্ক: আজ ১৪ মে বৃহস্পতিবার সিলেটের মোগলা বাজারের ওলীনগরে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক এর অর্থায়নে ও খেলাফত মজলিস মোগলা বাজার ইউ’পি ও ছাত্রমজলিস মোগলাবাজার থানার ব্যবস্থাপনায় ১০৮টি রামাদান উপহার খাদ্য প্যাক বিতরণ করা হয়।
প্রতিটি গিফট প্যাকের মধ্যে ছিল, চাল, ডাল, চানা, তেল,আলু, লাচ্ছি, পেয়াজ, হলুদ, মরিচ ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক সিলেট তিন আসনের গণ মানুষের নেতা আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন, জেলা নির্বাহী সদস্য মাওলানা সালেহ আহমদ, ছাত্রমজলিস সিলেট পূর্ব জেলা শাখার সেক্রেটারী মুহাম্মদ এনামুল ইসলাম, শাহ রুম্মানুল হক, মাওলানা আবু সুলায়মান, হাফিজ আব্দুল খালিক, খালেদ হোসাইন, মাওলানা কামরুল ইসলাম,প্রমুখ।
উল্লেখ্য এর আগেও তাঁর পরিবারের পক্ষ থেকে নিজ গ্রামে ১০০ শত পরিবারের কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।