খেলাফত মজলিস আস্টন শাখার তারবীয়াতি মজলিস অনুষ্ঠিত।
একুশে জার্নাল
এপ্রিল ২৮ ২০১৮, ১৭:১৯
নিজেকে দ্বীনি আন্দোলনের নেতৃত্ব দানে গড়ে তুলে সমাজ পরিবর্তনের কাজ করতে হবে– মুফতি তাজুল ইসলাম।
একুশে জার্নাল: একটি সমাজ কে পরিবর্তন করতে হলে সমাজের নেতৃত্ব দানে নিজেকে যোগ্য হিসেবে গড়ে উটার পাশা পাশি সমাজ সংস্কারের চিন্তা করতে হবে। প্রথমে নিজেকে দ্বীনি আন্দলনের একজন যোগ্য কর্মীর গুন অর্জন করতে হবে। তাহলেই সমাজ পরিবর্তনে নেতৃত্ব দেয়া সম্ভব হবে।
গতকাল খেলাফত মজলিস বার্মিংহামের আস্টন শাখার তারবীয়াতি মজলিসে প্রধান অতিথির আলোচনায় যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সভপতি মুফতি তাজুল ইসলাম একথাগুলো বলেন।
শাখা সভাপতি মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা বাহার উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিডলেন্ড সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ,
বার্মিংহাম সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবির, সৈয়দ মাওলানা সুলতান মাহমুদ, আ ফ ম শুয়াইব, সৈয়দ কবির আহমদ, হাফেজ শাহেদ আহমদ, হাফেজ আহমদ হুসাইন, ক্বারী আব্দুল মুনির, নোমান বিন সাইফ, মুহাম্মদ আব্দুল জলিল। প্রমুখ।