খেলাফত মজলিসের মহাসচিব এর আম্মার ইনতিকাল: ইউরোপ মজলিস নেতৃবৃন্দের শোক:
একুশে জার্নাল
এপ্রিল ০১ ২০১৮, ১৬:০৫
খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আব্দুল কাদের এর আম্মার ইন্তিকালে ইউরোপ খেলাফত মজলিসের নেতৃবন্দ
গভীর শোক প্রকাশ করেছেন ।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইউরোপ এর পরিচালক মাওলানা আব্দুল কাদির সালেহ , সহকারী পরিচালক ওকেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এম সদরুজ্জামান খান , সহকারী পরিচালক ড: আবদুস শুকুর ., যুত্তরাজ্য সভাপতি মাওলানা ছাদিকুররহমান ও সাধারন সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, ফ্রান্স সভাপতি মাওলানা সেলিম উদ্দীন ও সাধারন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, স্পেন সভাপতি মাওলানা শিব্বির আহমদ ও সাধারন সম্পাদক মাওলানা বদরুল ইসলাম , পর্তুগাল সভাপতি এম শামসুজ্জামান ,সহ সভাপতি নজরুল ইসলাম মাসুম
ও সাধারন সম্পাদক মাওলানা জাবের আহমদ , ইতালী সভাপতি এম মুনীর রিদওয়ান ও সাধারন সম্পাদক মোহাম্মদ আল আমিন, ফিনল্যান্ড আহবায়ক ইন্জিনিয়ার শাহিদ হোসাইন ও জার্মানী আহবায়ক মোহাম্মাদ আলমগির হোসাইন এক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন
ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।