খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামানকে লন্ডন এয়ারপোর্টে মজলিস নেতৃবৃন্দের অভ্যর্থনা

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২২ ২০১৮, ১৯:১৬

একুশে জার্নাল লন্ডন প্রতিনিধি:বিশিষ্ট অর্থনীতিবিদ খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান সাহেব আজ ২২ নভেম্বর ২০১৮, লন্ডনে এক সংকিপ্ত সফরে এসেছেন।
সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান সাহেব লন্ডন এয়ারপোর্টে পৌছলে তাঁহাকে অভ্যর্থনা দেওয়ার জন্য যুক্তরাজ্যের নেতৃবৃন্দ এয়ারপোর্টে উপস্থিত হন।

উক্ত অভ্যর্থনা অনুষ্ঠানে ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচীব ও ইউরোপের পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, যুক্তরাজ্যের সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শওকত আলী, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, লন্ডন সিটির সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রাহমান, হেকনী শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম ও মুহাম্মদ আবদুস শহীদ প্রমুখ।