খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন গুরুতর অসুস্থ।
একুশে জার্নাল
এপ্রিল ২৯ ২০১৮, ০২:০৫
খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ আল্লাহর দরবারে রোগমুক্তি কামনা।
একুশে জার্নাল ডেস্ক:খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছাতক-দোয়ারা আসনের এমপি পদ প্রার্থী ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার ,বিশিষ্ট আলীম, মাওলানা শফিক উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন, তিনি দীর্ঘদিন থেকে হাঁটের সমস্যায় ভূগছেন, হঠাৎ শরীর খারাপ হওয়ায় আজকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিকে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে মহান আল্লাহর দরবারে তিনির আশু রোগমুক্তি কামনা করেন, এবং তিনির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন, যেন আল্লাহপাক তাঁকে দ্রুত শেফায়ে কামেলা আজেলা দান করেন ।
খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ যথাক্রমে সভাপতি মাওলানা সাদিকুর রাহমান ,
সহ সভাপতি মাওলানা মুফতী তাজুল ইসলাম , মাওলানা শওকত আলী , ক্বারী আব্দুল মুকিত আজাদ , মুফতী হাছান নুরী চৌধুরী , হাফিজ মাওলানা আব্দুল কাদির , মাওলানা গোলাম মোহাইমিন ফারহাদ,
সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক ,
সহ সেক্রেটারী মাওলানা এনামুল হাছান সাবীর , মাওলানা আব্দুল করিম , মাওলানা আ ফ ম শোয়াইব, ক্বারী আব্দুল করিম উবায়েদ ,
বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল খান দাওয়া সম্পাদক মাওলানা আতাউর রাহমান জাকীর , তারবীয়্যাহ সম্পাদক মাওলানা মাহবুবুর রাহমান তালুকদার , তথ্য ও গবেষনা সম্পাদক শেখ মুশতাক আহমদ সমাজ কল্যান সম্পাদক মাওলানা আব্দুল আহাদ , প্রচার ও অফিস সম্পাদক সৈয়দ মারুফ আহমদ
নির্বাহী সদস্য : মির্জা আসহাব বেগ,হাফিজ কফিল অাহমদ, সৈয়দ কবির আহমদ,প্রফেসর আহযাবুল হক,
হাফিজ সাদিকুর রাহমান,হাফিজ মাওলানা এনামুল হক,
মাওলানা আনিছুর রাহমান,মাওলানা নোমান আহমদ।