খেলাফত মজলিসের অধিবেশন বুধবার
একুশে জার্নাল
ডিসেম্বর ২৪ ২০১৯, ২৩:৩৯

২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দশম অধিবেশন (তৃণমূল কাউন্সিল) ২৫ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টায় রাজধানীর গুলিস্তান কাজী বশির মিলায়তনে খেলাফত মজলিসের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে জাতীয় নেতারা ও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ বক্তব্য দেবেন।
এ ছাড়া অধিবেশনে সংগঠনের জেলা, মহানগরী, থানা/উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্ধারিত ডেলিগেটরা উপস্থিত থাকবেন। এ অধিবেশন থেকে আগামী দিনের জন্য দলের কর্মকৌশল নির্ধারণ করা হবে।
অধিবেশন সফলের জন্যে ড. আহমদ আবদুল কাদের সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।