খেলাফত ভিত্তিক সমাজ ব্যবস্থাই শান্তির একমাত্র পথ, মাওলানা সাদিকুর রহমান।
একুশে জার্নাল
এপ্রিল ১৮ ২০১৮, ২০:১৫
একুশে জার্নাল: মানুষ এ জমিনে আল্লাহর খলিফা। খলিফার কাজ হল তার রাব্বে কারীমের বিধান কুরআন ও সুন্নাহর পুর্ন অনুসরণ এবং সমাজ জীবনে তা বাস্থবায়নের অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখা। আর এ মহান দায়িত্বকে গণ আন্দোলনে রূপ দিতে খেলাফত মজলিসের কর্মীদেরকে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় আরো দক্ষতার পরিচয় দিতে হবে। খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মুহতারাম সভাপতি মাওলানা সাদিকুর রহমান ১৭ এপ্রিল ২০১৮ এক তারবিয়াতী মজলিসে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথাগুলি বলেন। খেলাফত মজলিস কেম্ভ্রিজ শাখার সভাপতি মাওলানা নোমান উদ্দীন এর সভাপতিত্বে শাখা সেক্রেটারী হারূণ মিয়ার পরিচালনায় অনুষ্টিত তারবিয়াতী মজলিসে বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন যুক্তরাজ্য শাখার সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক্ব ও দাওয়াহ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির এবং লন্ডন সিটি শাখার সহঃ বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কাশেম। তরবিয়তী মজলিসে কর্মসূচীর মধ্যে ছিল দারছে কুরআন, বিষয় ভিত্তিক আলোচনা, হাতে কলমে শিক্ষা,প্রশ্নোত্তর,পুরস্কার বিতরণ এবং ইহতিছাব। মোনাজাতের মাধ্যমে তারবিয়াতী মজলিস সমাপ্ত হয়।