“খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে, গণআন্দোলন গড়ে তুলুন” — সিরাতুন্নাবী (সাঃ) মাহফিল ২০১৮
একুশে জার্নাল
নভেম্বর ২৪ ২০১৮, ২২:২৬
একুশেজার্নাল ডেস্ক: আগামী ২৮ নভেম্বর’ ২০১৮ রোজ বুধবার দুপুর ১২:৩০ ঘটিকা ক্যামব্রিজের স্থানীয় (Buchan Steet Community Hall,
Buchan St, Cambridge, CB4 2XF.)
কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস ক্যামব্রিজ শাখার উদ্দ্যোগে সিরাতুন্নাবী (সাঃ) মাহফিল আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে সিরাত আলোচনা করবেন, অধ্যাপক মুহাম্মদ খালেখুজ্জামান কেন্দ্রীয় নায়েবে আমীর খেলাফত মজলিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা সাদিকুর রাহমান সভাপতি যুক্তরাজ্য শাখা, মাওলানা শাহ মিজানুল হক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য শাখা, মাওলানা তায়ীদুল ইসলাম বায়তুলমাল সম্পাদক যুক্তরাজ্য শাখা, মাওলানা আতাউর রাহমান জাকির দাওয়া সম্পাদক যুক্তরাজ্য শাখা।
এতে সভাপতিত্ব করবেন, মাওলানা নুমান উদ্দীন সভাপতি ক্যামব্রিজ শাখা।
এতে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ করেছে মুহাম্মদ হারুন মিয়া তালুকদার ক্যামব্রিজ শাখার সাধারণ সম্পাদক।
সিরাত মাহফিল আয়োজন করেছে খেলাফত মজলিস ক্যামব্রিজ শাখা।