খেলাফত নেতা কামরুজ্জামান কামালের ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাজ্যের শোক

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৭ ২০২০, ০৩:৫৯

একুশে জার্নাল লন্ডন: খেলাফত মজলিসের সদস্য ঢাকা মহানগরীর বাড্ডা থানার দায়িত্বশীল ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী কামরুজ্জামান কামাল- কামাল ভাই আর নেই। আজ (০৬ জুলা্মই বাংলাদেশ সময় রাত ১১:১৫ঘটিকায়) মোহাম্মদপুর কেয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক ও বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, মজলিস সদস্য কামরুজ্জামাল কামালের ইন্তেকাল গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ যৌথ শোক বার্তায় বলেন, মরহুম কামরুজ্জামান কামাল ছিলেন, অত্যন্ত বিনয়ী ও আন্তরিক মানুষ। তিনি ছাত্র জীবন থেকেই দ্বীনি কাজে ছিলেন নিবেদিত প্রাণ।

নেতৃবৃন্দ মরহুমের পরিবার পরিজন, বন্ধু-সহকর্মীদের ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট কামরুজ্জামন কামাল (রাহঃ) এর জন্য জান্নাতুল ফেরদাউসের উচ্চো মকাম কামনা করেন।