খেলাফত নেতা আলিম উদ্দিনের বাবার মৃত্যুতে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্টিত।
একুশে জার্নাল
আগস্ট ১২ ২০১৮, ০২:৩৮
একুশে জার্নাল ডেস্ক:খেলাফত মজলিস টাওয়ারহ্যামলেট শাখার সহ সভাপতি মাওলানা আলিম উদ্দিনের বাবা হাজি আসার উদ্দিন ও জনাব আজমল হুসাইন এর মাতার রুহের মাগফিরাত কামনায় খেলাফত মজলিস টাওয়ারহ্যামলেট শাখা এক দোয়া মাহফিলের আয়োজন করে ।
গত ৯ আগস্ট বৃহস্পতিবার লন্ডনস্থ আলহুদা সেন্টারে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ও দুআ পরিচালনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ ।
উল্লেখ যে গত ৬ আগস্ট বাদ ফজর হৃদ রোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জ রানাগঞ্জ গ্রামে নিজ বাড়িতে হাজি আসার উদ্দিন ইন্তেকাল করেন ।
শাখা সেক্রেটারি মুহাম্মদ সালিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ইউকের সহকারি সেক্রেটারি আব্দুল করিম উবায়েদ ,লন্ডন মহানগরী সেক্রেটারি মাওলানা আনিসুর রাহমান ,ইসলামিক টিচার্স সমিতি ইউকের সভাপতি মাওলানা আবুল হাসানাত ,হেকনি খেলাফত মজলিস সভাপতি মাওলানা আব্দুল খালিক শাহেদ ,হেকনি খেলাফত মজলিস সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ,মাওলানা শাজাহান ,মাওলানা শরীফ উদ্দিন ,মাওলানা জয়নুল ইসলাম ছৌ হাফিজ মোহাম্মদ আলী ,হাফিজ মাওলানা ইব্রাহিম আহমেদ ,হাফিজ মাওলানা অলি আহমেদ ,মাও আব্দুল মুকিত ,হাফিজ মাওলানা হুজাইফা ,মাওলানা শিব্বির আহমেদ ,মাওলানা নজরুল ইসলাম ,আকবর আলী ,মাওলানা আক্তার হুসাইন ,আকবর আলী প্রমুখ