খুলনা থেকে সাতক্ষীরা এসে অফিস করায় চেকপোস্টে করানো হলো কর্মস্থলে থাকার শপথ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৮ ২০২০, ২১:০৭

রেজওয়ান উল্লাহ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি চাকুরীজীবীদের সাতক্ষীরা জেলার বাইরে গিয়ে বা বাইরের জেলা থেকে সাতক্ষীরায় এসে অফিস না করার নির্দেশনা জারি করা হয়েছে। একই সাথে তাদের স্ব স্ব কর্মস্থলে থেকে অফিস করার অনুরোধ জানানো হয়েছে।

এ লক্ষ্যে সাতক্ষীরা জেলার প্রবেশদ্বার তালা উপজেলার সুভাষিনী এলাকায় বসানো পুলিশি চেকপোস্টে সাতক্ষীরা মেডিকেল কলেজে কর্মরত একজন ডাক্তারসহ কমপক্ষে ৭-৮ জনকে খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে গতিরোধ করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা প্রতিদিন খুলনা থেকে সাতক্ষীরা এসে অফিস করেন। পরে তাদের স্ব-স্ব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তারা যাতে আর এভাবে যাওয়া-আসা না করেন সেজন্য তাদের শপথ করান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এরপর তাদেরকে ফেরত পাঠানো হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে স্ব-স্ব কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হয়েছে।