খুলনার সমাবেশেও খালেদা জিয়ার জন্য চেয়ার ফাঁকা রাখল বিএনপি
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২২ ২০২২, ১৪:২১

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় খুলনার সোনালী ব্যাংক চত্বরে পবিত্র কোরআন শরিফের তিলাওয়াতের মাধ্যমে বিএনপির এ গণসমাবেশের প্রাথমিক অনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে গতকাল রাত থেকেই সভাবেশস্থলে দলে দলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ শনিবার দুপুর ২টায় খুলনায় সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ ডাকে দলটি।
আরও পড়ুন: বেগম জিয়ার জন্যও আসন ছিল ময়মনসিংহের গণসমাবেশে
এরপর গত বুধবার মহাসড়কে অবৈধ যান চলাচল ও যেখানে সেখানে বিআরটিসি বাসের কাউন্টার বন্ধে শুক্র-শনি দুদিনের ধর্মঘট ডাকে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতি। এরপর বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে শুক্রবার থেকে খুলনায় ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।
বিএনপির অভিযোগ, বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে ইচ্ছাকৃতভাবে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এভাবে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
শুক্রবার সকাল থেকেই খুলনার বিভিন্ন জেলার নেতাকর্মীরা মাইক্রোবাস, অটোরিকশাসহ নানা উপায়ে মহানগরে আসতে শুরু করেন। রাতে অনেকে সমাবেশস্থলে রাস্তায় মাদুর, তেরপল পেতে ঘুমান। ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই’, ‘খালেদা জিয়ার মুক্তি চাই’—নানা রকম স্লোগানে মুখর হয়ে আছে এলাকা।
নিরাপত্তার বিষয়ে খুলনা মহানগর পুলিশের কমিশনার মাসুদুর রহমান ভুঁইয়া বলেন, ‘এখন পর্যন্ত কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। শহরে শান্তিপূর্ণ পরিবেশ আছে। সমাবেশস্থলসহ বিভিন্ন এলাকার দোকান বন্ধ আছে। প্রতিটি পয়েন্ট ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’