খিলা আল-মদিনা ইসলামী একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
একুশে জার্নাল
ডিসেম্বর ০৩ ২০১৮, ০৯:১০
শাহীন বিন শফিক, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার খিলা উত্তর বাজারস্থ আল- মদিনা ইসলামী একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অত্র মাদ্রাসার সাবেক ছাত্র মো: রবিউল ইসলাম সবুজের সঞ্চালনায় গতকাল রবিবার (২ডিসেম্বর) সকাল ১০ টায় উক্ত সমাবেশ শুরু হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ. এম. মেহেদী হাসান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক এইচ.এম. মনিরুজ্জামান (মনির), অভিবাবক রবিউল হোসেন, মোজ্জাম্মেল হক মন্টু, খিলা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সৈয়দ মাহবুবুর রহমান, আবুল খায়ের টোবাকো কোম্পানীর খিলা জোনের এ.এম.ও নাজমুল হাসান ভূঁইয়া, অত্র মাদ্রাসার সাবেক ছাত্র ইদ্রিস হোসাইন, সালাহুদ্দিন শিহাব, নোমান হোসেন, আব্দুল গাফ্ফার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।