খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি নিহত
একুশে জার্নাল
জানুয়ারি ২১ ২০২০, ১১:০২

রাজধানীর খিলক্ষেতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত সোয়া ২টার দিকে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
র্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, র্যাবের একটি টহল দল রাতে বড়ুয়া এলাকায় গেলে মাদক কারবারিরা তাদের দিকে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি চালালে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
র্যাব কর্মকর্তা জানান, পরে আনোয়ার হোসেনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে চারটি ওয়ান শুটার গান ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আনোয়ারের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদক আইনের ১৮টি এবং ধর্ষণের একটি মামলা রয়েছে।