খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক ভাবে মৃত্যুর দিকে ঠেলা দেয়া হচ্ছে:মির্জা ফখরুল
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৬ ২০১৯, ১০:০৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম জিয়াকে পরিত্যক্ত কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র চলছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার অসুস্থতা মারাত্মক রূপ নিলেও গত তিন মাসে তাকে কোন ধরনের চিকিৎসা দেয়া হয়নি।
বিএনপি মহাসচিব বলেন, ‘গত সাড়ে ৩ মাসে বেগম খালেদা জিয়ার কোনো রকম চিকিৎসা দেওয়া হয়নি। আগে পরিবার প্রতিসপ্তাহে দেখা করতে পারতো এখন পরিবারকে ১৫ দিনের আগে দেখা করতে দেয়া হয় না। চিকিৎসা না করে অকালে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’