খালেদা জিয়া কারাগারে চরম স্বাস্থ্য ঝুকিতে:জানালেন রুহুল কবির রিজভী

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২০ ২০১৮, ১৬:০৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কারাবন্দী খালেদা জিয়ার হাঁটু ও পায়ের ব্যথা আরও বেড়েছে। বর্তমানে তিনি চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পুরাতন ভবনের স্যাঁতসেঁতে কক্ষে তাঁকে বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে হচ্ছে। সেখানে একদিকে মশার উপদ্রব, অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় তাকে অবর্ণনীয় কষ্টে দিন পার করতে হচ্ছে। বিএনপি নেত্রীকে নির্যাতন করতেই সরকার এমনটি করছে। ‘

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হায়াত-মউত আল্লাহর হাতে, এখানে কারো হাত নেই। ওবায়দুল কাদেরের এমন বক্তব্য আরও ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। ওবায়দুল কাদেরের ইঙ্গিতপূর্ণ বক্তব্যে আমরা দেশনেত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে আরও বেশি উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে প্রমাণিত হয় যে, সত্যি সত্যি তারা বিএনপি চেয়ারপারসনের জীবন নিয়ে একটা গভীর চক্রান্তে লিপ্ত।