খালিয়াজুরী উপজেলা যুবলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগকে ফুলেল শুভেচ্ছা 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৬ ২০২০, ১৫:৩০

খালিয়াজুরী ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো: আরিফুল ইসলাম ফালাকের নেতৃত্বে ৬ মার্চ (শুক্রবার) সকাল ১১ টার দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মইনুল হোসেন খান নিখিল কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতে আরো উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা শাখার বাংলাদেশের আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর তোফায়েল ও মোঃ শামিম ভূইয়া । খালিয়াজুরী উপজেলার আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো: আরিফুল ইসলাম ফালাক বলেন আমাদের প্রান হচ্ছে যুবলীগের কেন্দ্রীয় সংসদ। আমি এবং আমার প্রাণের সংগঠনের প্রতিটি কর্মীই বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সফল সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম একটি সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ। আমার উপজেলায় কখনো আমার প্রনের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগে দাগ লাগতে দিবো না। আমার উপজেলা খালিয়াজুরীতে কোনো মাদকাসক্ত দুনীতিবাজ ব্যাক্তিকে স্থান দেওয়া হবে না পদ পদবি তো পরের কথা। খালিয়াজুরী উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিটি ইউনিটের কমিটি খুব দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা এবং কাজ করছি। খালিয়াজুরী উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃত্বে মুজিব শতবর্ষ পালন করবো।