খালিয়াজুরীতে বিদেশ ফেরত ২৩ জনের মধ্যে ৯ জন হোম কোয়ারান্টাইনে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২২ ২০২০, ১৮:৪৪

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি; নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় বিদেশ ফেরত ৯ জনকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, সতর্কতা ও প্রতিরোধে হোম কোয়ারান্টাইনে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে ৫ জন ভারত, ২ জন মালোশিয়া ও ২ জন মধ্যপ্রাচ্য থেকে এসেছেন।

২২ মার্চ (রবিবার) খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ( ভারপ্রাপ্ত) ডাঃ মাসরুর সিয়াম প্রতিবেদককে এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, প্রবাসীদের মধ্যে ভাইরাস জনিত কোন সমস্যা আছে কি না সেটার জন্য তাদের নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য আইইডিসিআর এর পরামর্শ চাওয়া হবে।এ ছাড়াও করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোসায়ানেট কর্ণারে ২ টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিদেশ থেকে আসা প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করে ৯ জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত খালিয়াজুরীতে করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।তবুও বলবো বিদেশ থেকে আসা সকল প্রবাসীরা যেন সচেতন হয়ে হোম কোয়ারান্টাইনে চলে যায়। এটা সরকারের নির্দেশ।