খামোশ! কতো টাকা পেয়েছো? প্রশ্নকারী সাংবাদিককে ড. কামাল
একুশে জার্নাল
ডিসেম্বর ১৪ ২০১৮, ১০:০৬
আজ শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার শিকার জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নেতারা।
সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে জামায়াত সম্পর্কিত প্রশ্নে ক্ষেপে যান সংবিধানের অন্যতম এই প্রণেতা।
সে সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক জামায়াতে ইসলামী নিয়ে ড. কামাল হোসেনের অবস্থান জানতে চান। একপর্যায়ে সাংবাদিকের প্রতি ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, ‘বেহুদা কথা বলো, কত পয়সা পেয়েছ এই প্রশ্ন করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছ? এই জায়গায় এই রাজনৈতিক প্রশ্ন করতে… ।’
‘তোমার নাম কী? জেনে রাখব তোমাকে। চিনে রাখবো। পয়সা পেয়ে শহীদ মিনারকে অশ্রদ্ধা করো তোমরা? আশ্চর্য, শহীদদের কথা চিন্তা করো! চুপ করো, চুপ করো! খামোশ, আশ্চর্য!,’ যোগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ।
ঐক্যফ্রন্টে বিএনপি ছাড়াও আরো চারটি দল রয়েছে। সেখানে জামায়াতে ইসলামী নেই। কিন্তু জামায়াত দীর্ঘদিন ধরেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক। ‘আদর্শ ও ভাবধারা’ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন।
এর ফলে জামায়াত এবার তার নিজস্ব প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে নির্বাচন করতে পারছে না। সারা দেশে ২২টি আসনে জামায়াত নেতারা বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ঐক্যফ্রন্টের নেতারাও প্রায় সব আসনে এবার ভোটের মাঠে লড়াই করছেন একই প্রতীকে।