খাদেমানি সাহেব আমার ব্যাপারে মিথ্যাচার করেছেন- চরমোনাই পীর

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০২ ২০১৯, ১৯:৩৯

একুশে জার্নাল : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, সিলেটের জনৈক আলেম বলেছেন আমি নাকি ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি এবং ক্লাসে পাশ করতে পারিনি। অথচ সত্য কথা হলো, আমি কোন দিন ফরিদাবাদ মাদ্রাসায় পড়িনি। তিনি যে সমস্ত আলেমদের উদ্ধৃতি দিয়েছেন, তাঁদের অনেককে আমি চিনি না, বা তাঁদের সামনে কোনদিন বসিনি। এ ছাড়া ঐ আলেম আমার আব্বাজান সহ ইসলামী আন্দোলনকে নিয়ে যে সব মিথ্যাচার করেছেন, তাতে আমি আশ্চার্যান্বিত, একজন আলেম হয়ে কিভাবে এরকম মিথ্যা বলতে পারে!

 

 

 

আমার উস্তায, বর্তমানে ভোলা দারুল হাদীস আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার মোঃ আব্দুর রহিম সাহেব স্ব-প্রণোদিত হয়ে একটি ভিডিওর মাধ্যমে বলেছেন যে, আমি তাঁকে পড়িয়েছি, আমি জানি সে কেমন ছাত্র, তার আমল কেমন!

 

তিনি আরো বলেন, আমি চরমোনাই মাদ্রাসায় ক্লাশে ফার্ষ্ট ছাত্র ছিলাম এবং ফিকাহ বিভাগে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি।

 

আজ (মঙ্গলবার) কুষ্টিয়ার ফজলুল উলুম মাদ্রাসায় খতমে বোখারী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পীর সাহেব চরমোনাই ওয়ায়েজিনদের উপর সরকারের কর আরোপের প্রস্তাবের বিরোধিতা করে বলেন এটা সরকারের ইসলাম বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ।

 

তিনি আরো বলেন, আমরা কোন তাগুতি শক্তির ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হতে চাই না। আমরা মনে করি, ইসলামই একমাত্র আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেই যাব ইন শা আল্লাহ্।